আবার একটি তারা খসে পড়লো
নক্ষত্র পতন,
মিটি মিটি চেয়ে থাকে
অবাক কালপুরুষ।

গগনচুম্বী প্রাসাদের উপর থেকে
জানালা খুলে দেখে
কী বিষম কাণ্ড!
সারমেয়র প্রতিদ্বন্দি সারমেয়!
প্রতিযোগিতায় পিছিয়ে পড়া
অর্ধনগ্ন, নোংড়া, কঙ্কালসারশূন্য
অবাক দৃষ্টিতে চেয়ে থাকে
বৃক্ষছায়ায় বসে বসে।
সারমেয়র দলে নেই, তাই
তাকে অভুক্ত থাকতে হয়।

সারমেয়রা জানেনা
নক্ষত্র পতন কি,
ভিখারী জানে
সে শুধু অপেক্ষা করে
তারা খসা দেখার অপেক্ষা।



রচনাকালঃ ০৭/০৩/২০১৫