আমি আছি, আমার শরীর আছে
এটাই অস্তিত্বের বড়ো বড়াই।
মন নেই, স্বাধীনতা নেই
ফিরে তাকাই পশ্চাতে
যতদূর পারি,
দু’চোখ ভিজিয়ে নিয়েছে অন্ধকার।
শূন্যতার ভিতরে এত ঢেউ!
ভালোবাসা পরমায়ূ
ভুলতে বসেছি বৃথা আয়োজনে।
ভালোবাসাই বিকল্প ঈশ্বর,
সন্ন্যাসী হবার প্রয়োজন পড়ে না।
অনুকুল চন্দ্রালোকে স্বপ্ন খুঁজতে হবে।
আমি কী আমার নিজের!
ঈশ্বরের দান, গলার স্বর
তা শুধু আওয়াজ নয়
মন ভেজানো বাক্যের প্রবাহ।
মানব শরীরের বড়ো আহংঙ্কার
ভালোবাসি নিজেকে, নিজের প্রতিবিম্বকে।
আয়না সরিয়ে চমকে উঠি,
সামনের দিকে তাকিয়ে দেখি
দাউ-দাউ চিতা জ্জ্বলছে।
রচনাকালঃ ০৫/০৩/২০১৫