এক ফালি চাঁদ চাই
উজ্জ্বল চাঁদ।
চাঁদের হাসিতে জ্যোৎস্নার আলোয়
প্রাণ খুলে বাতাস ভরবো
আমার ফুসফুসে।
হাজার ওয়াটের বাল্ব নয়
এখন তো অমাবস্যা!
চিকন সরু চাঁদের ফালি
আর তার মৃদু-মিষ্টি আলো
আমার প্রাণের সুধারস।
অন্ধকারের সঙ্গে গোপন আতাঁত
খোলা অঙ্গের দাপাদাপি,
কবিতার অপমৃত্যু,
থেমে যাবে সবকিছু-
চাঁদ আর জোনাকির প্রেমালোয়।
রচনাকালঃ ০২/০৩/২০১৫