আবার ভোট!
তল্পি-তল্পা গুটিয়ে দিলাম ছুট।
ডি.সি তে অপেক্ষা-আর অপেক্ষা
সঙ্গীদের অপেক্ষায়।
কেউ আগে, কেউ পরে
কেউ বা আসেন সঠিক সময়ে
সকলে না এলে যাব না যন্ত্র নিতে।
হাপিত্যেশ আর ঘোষণা।
রাজ ভান্ডারের কোষ
নয় ছয় বা তছরুপ বলা দোষ
গণতন্ত্র রক্ষার্থে
আবার মূর্দ্রাস্ফিতি!
হায়রে! জনতা!
মাথায় কাঁঠাল রেখে
কোষ তুলে খাবে.....
ভোটের বাজার দারুন বাজার।
জনতার উৎসাহ আর
সরকারী কর্মচারীর তৎপরতায়
রাত জেগে ভোট করে সারাদিন
ক্লান্ত দেহে শ্রান্ত মনে ঘরে ফেরা।
রচনাকালঃ ১৪/০২/২০১৫