নানা ভাষা নানা মত
নানা পরিধান
ভারতের মাঝে দেখ
সবাই সমান।
এত বিভিধের লোক
বিবিধ খাওয়া
সকলের মাঝে থেকে
এ মহান পাওয়া।
ভাই বোন মিলে সব
হয়ে একাকার
একের সাথে অন্যের
দেখা বারবার।
এক সাথে থাকা খাওয়া
এক সাথে খেলা
এক সাথে গেয়ে ফিরে
বিবিধের মেলা।