সময়ের হাত ধরে শেষ হয় মানুষের জীবন,
উজ্জ্বল আলোর দিন নিভে যায়-
সময়ের বা তাবরনে অন্ধকার হয়ে আসে
গোলাপি বরণ গোধূলি।
রাত্রির বুকের উপর পৃষ্ট রাখা
তারপর আবার পথ চলা
সময়ের সাথে।
সময় মানুষের জীবন থেকে শুষে শুষে
নিঃস করে, রুপ- রস যৌবন।
থামিয়ে দেয় মানুষের পথচলা।
কিন্তু সময় কি পারে-
নক্ষ্ত্রকে থামাতে?
নক্ষত্রের সমস্ত আলো কেড়ে নিতে
ব্যর্থ হয় সময়।
তার পরাজয় ঘটে
শাশ্বত - অনন্ত।
রচনাকালঃ ১৬/০২/২০১৫