নগ্ন হতে লজ্জা নেই আর
আমরা তো সবাই নগ্ন
এই আধুনিক সভ্যতায়।
উন্মুক্ত বক্ষে প্রাত ভ্রমন
সঙ্গি অতি যত্নের অ্যালসেশিয়ান।
স্বদেশী সারমেয়রা ভ্রুকৃঞ্চিত দৃষ্টিতে চেয়ে থাকে
তুলনা করে ভক্ত ও মনিবের।
ঝরঝর ঝড়ে পড়ে খেদ-
তবে আমরা কেন অপাঙক্তেয়!
সেই ছেলেটিকে কী খুঁজে পাওয়া যাবে না,
যে অসংকোচ আর নির্দিধায় বলবে-
‘ রাজা তোর কাপড় কোথায় !’
রচনাকালঃ ১১/০২/২০১৫