প্রিয় ভাষা বাংলা ভাষা
তুমি কি শুধু ক্যালেন্ডারে
ভাঙা ঘরের এক চিলিতে বারান্দায়
তুমি কাকে খুঁজছো যেন।
শত সহস্র সন্তানের রক্ত খচিত পতাকা
পতপত উড়ছে
ছেঁড়া ক্যালেন্ডারের মতোই।

সন্তান হারা বিধবা মা
আজও প্রতীক্ষায়-
ভাতের থালায় বিড়ালের মুখ
উদাসিন মা-এর চোখে জল নেই-
শুকিয়ে গেছে।
গ্লাসের জল গড়িয়ে আঁচল
ভিজে যায়- মা’এর।

ফেব্রুয়ারী-
তুমি ঐ মা-এর বুকের
দীর্ঘশ্বাস হয়ে থেক না।
তার চোখে এক ফোঁটা জল এনে দাও
রক্তবেদীর উপর দুটো ফুল ফেলে দাও।

হায়! রে ভাষা !
বেদীর নিশানাতে আটকে যায়
উঠে আসা ক্যালেন্ডারের ছেঁড়া পাতা।
একটি দিন !
ভাষার দিন !



রচনাকালঃ ০২/০২/২০১৫