অবিরাম ছুটে চলেছে দু’টি পা
মাথায় ফুটে আছে অসংখ্য পলাশ
                 দেখার সময় নেই,
কত জানা-অজানা সৃষ্টির উৎস
পোড়া কাগজের ছাইভর্তি ক্যানভাস
                 পড়ে থাকে তিমিরেই।

বধির সময় বোঝেনা ভাষা
অনুভুতি গুলো পকেটে মুদ্রা হয়
            মানবতার ডালে ডালে,
জলন্ত মোমবাতির গা বেয়ে
এ যুগের মানবতা গ’লে যায়
            সৃষ্টির পলে পলে।

নির্ভেজাল সত্য পুড়ে মরছে
ডুকরে কেঁদে ওঠে সজাগ মূল্যবোধ
                উপেক্ষা আর ব্যস্ততায়,
প্রতি নিয়ত তাড়া খায় মানবপ্রীতি
ঘা ভর্তি পোকা ধরা নির্বোধ  
                কুকুরের মতো, রাস্তায়।

সভ্যতার আধুনিকতা নিংড়ে নিচ্ছে
রঙ্গ-মঞ্চের প্রেমময় হৃদয়রস,
               যা ডট-কমে ঝরে না,
নিরবচ্ছিন্ন নর কঙ্কালের মিছিল
সঞ্চয় গন্তব্যে প্রাণ যন্ত্র নোটে বশ
               চরণ যুগল থামে না।


রচনাকালঃ ১৭/০২/২০১৫