আমি সাহিত্যিক নই
আমি সাধারণ মানুষ।
দু’কলম লিখলেই কী
সাহিত্যিক হওয়া যায়?
সমাজের দায়বদ্ধতা, হিতোপদেশ
আর সমাজ কল্যান- কলম থেকে
যখন ঝরে পড়ে কালি,
আর সেই কালির ছাপে আকৃষ্ট হয়
আবালবৃদ্ধ বনিতা-
তখনই জন্ম নেয় সাহিত্য।
প্রকৃত সাহিত্যিকের পরিচয়।
আমি তো আমার আঙ্গিনায় আবদ্ধ
তোমাদের অন্ধত্বের সুযোগ খুঁজি।
তোমার ব্যাথার সময়ে
পাশ কাটিয়ে সরে পড়ি।
ঐশ্বর্যপূর্ণ তরী দেখে
জ্বলে পুড়ে মরি ইর্ষার আগুনে-
আমি সাহিত্যিক নই।
রচনাকালঃ ০৯/০২/২০১৫