ভালবাসতে চেয়েছিল অমল,
এ অমল রোদ্দুর হতে চায়নি-
চেয়েছিল সূর্যের রং
ভালোবেসে নিঃস্ব হতে চেয়েছিল।
পায়নি-
অধরাই থেকেছে ভালোবাসা।

প্রবহমান কালে মায়াবী এ ভালোবাসা
বড় ছলনা পুষ্ট।
জলসমুদ্র আর অরন্যের ভালোবাসা।
সর্বস্ব কেড়ে নেয়।
জ্বলে পুড়ে খাক হয়ে
সোনা হয়েছি দেবদাস।

আজকের ভালোবাসা
জমাট বাধা রক্ত।
মাংসের ওজন আর রং-এর কারসাজি
সভ্যতার নগ্ন ভালোবাসা
মনে করিয়ে দেয়
আদম আর ইভকে।



রচনাকালঃ ০৯/০২/২০১৫