পড়ন্ত শীত
হাওয়ার বিপরীতে
চলা কী কষ্ট,
ভিজে চুল
নিশানা নির্ভুল
সময় নষ্ট।

চুল ছেড়ে দিয়ে
রৌদ্রে গিয়ে
পড়লি দাঁড়িয়ে
ওরে পাতকিনী
হ’ সাবধানী
শাড়িটা জড়িয়ে।

লজ্জাহীন প্রেম
পাবলিক ব্লেম
করে জলকেলি,
ভ্রক্ষেপ হীনা
ওরে উদাসীনা
কামনায় মরলি।




রচনাকালঃ ০৭/০২/২০১৫