সঠিক উপমা খুঁজে পাচ্ছিনা
কবিতা লেখার জন্য,
তোমাকে নিয়ে।
তোমার চারিদিক পরিপূর্ণ
ছলাকলা আর রঙিন পণ্য
বেসুর-অসুর ছড়িয়ে।
তোমার চোখ বেয়ে নেমে আসে
নোনা জলের ধাঁরা
ব্যথিত বক্ষে।
আমি ঐ নোনা অশ্রুতে উপমা খুঁজি
এমনই পাগলপারা
সকলেরই অলক্ষ্যে।
সুন্দর ও সঠিক উপমা খুঁজতে খুঁজতে দেখি
জাগরণে বিভাবরি
অপেক্ষয়মান সর্বনাশ।
তোমার শরীরে অশ্রু এঁকে দিচ্ছে যন্ত্রণার
বীভৎস ভয়ঙ্গঙ্করী
অসংখ্য নগ্ন লাশ!
পাষাণ পা নাড়াতে পারিনা একটুও,
নিষ্পৃহ কালের বাতাস
অনাদি মায়াহীন বেদনায়।
অস্তিত্বের ব্যথা ভুলে নিজেকে হারাই
অপরাধের হা-হুতাশ
প্রাণ-ভাঙা যন্ত্রণায়।
কবিতার উপমা পাওয়া হয়না আমার
তোমার দিকে চেয়ে
অপলক দাঁড়িয়ে থাকি,
হৃদয়-মনে বাসা বাঁধে একটাই ভয়
পৈতৃক জান ওঠে ককিয়ে
কখন দেবে ফাকি!
রচনাকালঃ ১১/০২/২০১৫