এভারেস্টে আকাশের হাতছানি
শৈল শিখরের মায়াবী ডাক
আর বাতাসের শীতল স্পর্শ
টেনে নিয়ে যায় মৃত্যুর নিশানায়।
শুভ্র-শীতল তুষার ডানায়
মৃত্যুর অভ্যর্থনা।
বরফের নীচে লুকিয়ে শেষ পরোয়াণা,
তুষারের ঢেউ প্রস্তুত
হিমশীতল আলিঙ্গনে।
জাগতিক সুখ,
সোনার মুকুট জয়ের তীব্র অভিলাষ
আকাঙ্খা জাগায় অহর্নিশ।
তুষার চাদর বয়ে আনে কফিন
শৃঙ্গ জয়ের দূর্বার নেশা,
পিপিলিকার পাখা গজানোন
নির্মম পরিণতি।