ভরা নদীর ভাঙা পাড়ে
নির্জন-নিস্তব্দ দুপুরে
তোমার প্রতিক্ষায়।
ঊষ্ণ বাতাস এসে
উন্মাদ করে দিল-
লুট-পাট করে নিল সব।
রিক্ত হৃদয়ে
গলা ফাটিয়া ডাকি
তুমি কোথায়?
দিগ্বিদিক প্রতিধ্বনি আর
অনুররণ!
তু-মি-ই কো-থা-য় !
আলুক-ফালুক চঞ্চল মন
উলটো-পালটা পাগলা
হাওয়ার সাথে ছুটতে থাকে,
এদিক-ওদিক।
ধন্ধ জাগে-
এই হাওয়াই কী
লুট করলো তোমাকে?