হে বাংলা-
দিবস রজনী তোমারই পায়ে
সঁপেছি-আমরা বাঙ্গালী।
তোমাকেই পূজেছি বিল্বপত্রে
জন্ম হতে।
বাংলাবাসীর অবিভেদ্র সুর
প্রার্থনা আর পুষ্পাঞ্জলি দিকে দিকে।
মানবতার পাল তোলা জাহাজ
নোঙ্গর করেছে বারে বারে
তোমারই প্রেম-তটে।
উদ্ভাসিত হয়েছে জীবনের চঞ্চলতা
জয়োগান আর ভ্রাতৃত্বের মন্ত্রে।
প্রেম ও প্রণয়ের অর্ঘ্যে
জ্বলে উঠেছে স্বপ্নের চোখ
আর প্রতিজ্ঞার দিপালী।
শঙ্খের বুক চিরে ধ্বনিত হয়েছে
বাংলার প্রেম কথা।
অন্তহীন বেদনার সমীকরণ
প্রমাণিত হয়েছে অগণিত প্রাণ
আর দগদগে ক্ষতচিহ্নে।
সাক্ষী আছে কালরাত্রির ইতিহাস।
রচনাকালঃ ০৩/০২/২০১৫