আমার অন্তঃসত্ত্বা লেখনী
জন্ম দিল এক ফুট ফুটে সন্তানের
অনেক আশার – অনেক সাধনার।
আজ আমার শতক পূর্ণ,
ইচ্ছা পূরণ নয়।
আমার সঙ্গী লক্ষনাবতী।
কী অদ্ভুত!
এই তো সেদিন মাতৃগর্ভে
আড়ষ্টতা ভেঙে সবে নড়ে উঠলো
সেদিন আকাশে শিউলি শুভ্র মেট
প্রসন্ন প্রভাত।
জানিনা এ লেখনীর গর্ভ
সহস্র গর্ভা হবে কি না!
জানি না হাজার সন্তানের
পরশ, তাদের কীর্তি
আমার মুখে হাসি ফোটাবে কিনা,
তবুও আমি আমার লেখনী
আশাবাদি-