২৬শে জানুয়ারী তুমি জানোয়ার
বিপ্লবী নয়, তুমি জঙ্গীদের হাতিয়ার।
রক্ত লোলুপ পিশাচের দল উন্মাদ
মানুষ মারার আনন্দে তাদের প্রতিবাদ।
এ কেমন স্বাধীনতা, কেমন প্রজাতন্ত্র
বাতাসে বারুদ আর মাওবাদ মন্ত্র।
পাহাড়ে পড়ে আছে মানুষের হাড়
সমুদ্র দানবের গ্রাসে প্রাণ বারবার।
তবু তুমি প্রজাতন্ত্র গনতন্ত্রের নায়ক
অগনিত মহাপ্রাণের একদিনের স্মারক।
বছর বছর তুমি একটি ছুটির দিন
তেরঙ্গা ঝুলিয়ে বন্দেমাতরাম-এ ঋণ
অক্ষর ধাম আর গুজরাতের দাঙ্গা
সাদা কফিন আজ ভারতের তেরঙ্গা।
কেউ পোড়ায় ট্রেন আর ফাটায় বোমা
নিরীহ মানুষ তোমার নেই কোন ক্ষমা।
সাধারণ মানুষের রক্ত আর নিরীহ প্রাণ
যত নিতে পারবে শিকারীর বাড়বে সম্মান।
ওগো ভারতমাতা তুমি অভিশাপ দাও
রক্ত চোষা বাদুড়ের প্রাণ গুলি নাও।
হে জানুয়ারী তুমি জানোয়ার হয়োনা
জাতী বিদ্বেষীদের তুমি ক্ষমা করো না।
জিরাফের গলা ওদের বন্দুকের নল
মানব বোমার নামে মানুষ মারা কল।
জন্মভুমি মাগো একটু ওঠো জেগে
তোমার নামে জয়োধ্বনি করি আবেগে।
রচনাকালঃ ২৬/০১/২০০৭