ওঁমা সারদা
       বাকদেবী তুমি,
পড়ুয়া পরিচিতা
        হংস –পৃষ্ঠে অধিষ্ঠাত্রী।।

সরোবরে সুশোভিতা
        তুমি মা শ্বেতা,
বাদ্য যন্ত্রে ছন্দে রত
         শিক্ষার্থী পূজিতা।।

বিদ্যাদান কর মাগো
         স্মরি মা তোরে,
মাঘমাসে পূজা দেব
         দেব বিদ্যামন্দিরে।।



রচনাকালঃ ৩০/০৮/১৯৯৬