উত্তর বঙ্গ
দারুণ রঙ্গ
থাকতো সেথায়
ভাইপো,
বললো এসে
একটু কেশে
সেথায় মানুষ
নাইকো।
জানো কাকা
গ্রাম ফাঁকা
কোনো মানুষ
নাই,
ভাইপো বলে
এলাম চলে
শীত পড়েছে
তাই।
বাড়ি ছেড়ে
শীতের তোড়ে
পালিয়েছে
সবাই।
অবলা প্রাণী
হচ্ছে হানি
শীত করছে
জবাই।
চাকা ঘোরে না
গাড়ি চলে না
তেল যাচ্ছে
জমে,
তাই আমরা
ছেড়ে কামড়া
চলে এলাম
ক্রমে।
২৮/১২/২০১৪