ভালোবাসার অপর নাম
পদ্মপাতার জল
ধরে রাখা বড়ই কঠিন
করে যে টলমল।
প্রেমিকার মন ভরাতে
প্রেমিকের যায় জান
আদর করে ভালোবেসেও
যায় না অদের মান।
এতো গেল প্রথম কথা
সবই রইলো বাকী
সুযোগ বুঝে ছেলেদের
দেয় যে অপ্রা ফাঁকি।
মেয়েদের মন বোঝা
কষ্ট বড়ই ভাই
ওদের ফাঁদে পড়লে পরে
তাহার নিস্তার নাই।