মনে কিছু প্রশ্ন আছে
উত্তর না পাই,
কাকে ধ’রে জেনে নেব
শোভনকে শুধাই।
জানিনা ভাই আকাশটা
এতো উঁচু কেন?
দূরে তাকালে মিনে হয়
নেমে গেছে যেন।
কেন এমন মনে হয়
বলতে পারো কেউ?
চোর এলে কুকুর কেন
করে ঘেউ ঘেউ?
বাছুর কেন ডাকে
হাম্বা হাম্বা রবে?
এই বেলা লিখে রাখি
প্রশ্ন গুলি সবে।
চোর পালালে মাথায়
বু্দ্ধি কেন বাড়ে?
পরীক্ষা হলে মাস্টার কেন
তাকায় আড়ে আড়ে?
ডিম পাড়েনা তবু কেন
ঘোড়ারডিম বলে?
কল নয় তবুও মানুষ
পড়ে গ্যাড়াকলে?
ভাই বোন কেউ নেই
তবুও মামা চাঁদ
বাঘের মাসি বিড়াল হলে
সিংহ কেন বাদ?
কোকিল কেন পাড়ে ডিম
কাকের বাসায়?
আমি থাকি সারাদিন
সেই উত্তরের আশায়।
রচনাকালঃ ০৩/০৭/১৯৯৮