সোরগোল পড়ে
          গেল সূর্য কে হবে,
বয়েস তার অনেক
          রিটায়ার্ড নেবে।
ঢ্যাড়া পিটিয়ে বলে
         যায় সূর্যেরই চ্যালা
নাম লিখে চলে এসো,
         এসো এই বেলা।
সূর্য হতে হলে
         আছে কিছু শর্ত
তোলপাড় হয়ে যায়,
         স্বর্গ-পাতাল-মর্ত্য।


লকলকে মোমবাতি
         বলে ওঠে সজোরে
মোমবাতি শিখা হয়ে
         বাঁচব না বাজারে।
হবই হব আমি
         দীপ্ত ঐ গগনে
আমার জয়ধ্বনি
        দিতে হবে সঘনে।
আমিও তো আলো দিই,
        কেন নই সূর্য
জ্বলে পুড়ে খাক হই
         কত থাকে ধৈর্য্য?


টুনি বাল্ব বলে ওরে
            থাম তুই বাতি
ফুস করে পুড়ে তুই
            শেষ হবি রাতি।
সূর্য হয়ে তুই
            কিবা দিবি আলো
সূর্য হবার দৌড়ে
            আমি তাই ভালো।
আমারও তো আলো আছে,
            আছে যে জ্যোতি
আমি ছাড়া সভ্যতার
            নেই কোন গতি।


দপ দপ জ্বলে উঠে
             বলে হ্যারিকেন
মিছে তোরা গোল
             করিস খাটাসনা ব্রেন।
এই দ্যাখ আমি আছি
             সব থেকে বড়ো
ঝড় বৃষ্টি রোদ জলে
             আলো দেব আরো।
আমাকেই বাদ দিয়ে
             সূর্য হবি তোরা
বদমায়েস দুষ্টু
            ওরে ঘাটের মড়া।


ঝগড়া ঝাটি গন্ডগোল
              চলে সবার মধ্যে
সবাই সূর্য হতে চায়
              সকাল হতে সন্ধ্যে।
এসব দেখে সুর্য মামা  
              মনে মনে হাসে
দৌড় দিয়েছে সবাই
              কে কার আগে আসে।
মৃদু হেসে বলে সূর্য
              শান্ত হও সবে
রিটায়ার্ড-এর  আশা আমার
              ত্যাগ করতেই হবে।


রচনাকালঃ ১৭/০১/২০১৫