শীত মানে কন কনে সব
ঠান্ডায় জুবুথুবু
শীতের কোপে ছেলেবুড়ো
একে বারেই কাবু।
শীত মানে গরম পোষাক
লেপ কাঁথার ভীতর
সকলেরই লাগে শীত
ধনী কিম্বা ইতর।
এখানে শীত ওখানে শীত
সব খানেই শীত পড়ে
দরজা জানলা বন্ধ করে
থাকি বন্ধ ঘরে।
শীত মানে পিঠে-পুলি
নানা রকম মেলা
শীতের তরে বন্ধ ঘরে
আড্ডা তাসের খেলা।
ডিসেম্বরে শীত মানে
পিকনিক করতে যাওয়া
শীতের দোহায় দিয়েই তবে
বোতল বোতল খাওয়া।
শীত মানেই নাট্য মেলা
এদিক ওদিক যাত্রা
শীত মানেই চিড়িয়াখানা
অধিক ভীড়ের মাত্রা।
রচনাকালঃ ১৫/০১/২০১৫