ঝাউবনের মাথায় মাথায়       কচু গাছের পাতায় পাতায়
                        সূর্য উঠেছে ওই
মাগো আমার ছোট বেলার     এক সাথে হাঁটা চলার
                        খেলার সাথী কই।
সাথীর কথা বললে পরে       থাকো কেন চুপটি করে
                        কওনা কেন কথা
ওর কথা পড়লে মনে          জল ঝরে ক্ষনেক্ষনে
                        পাই মনে ব্যাথা।
ডাকলে কেউ আসে না         আমার ভালো বাসে না
                         কেন এমন হল
আমায় ফেলে তাড়াতাড়ি        সেই যে চলে গেল বাড়ি
                        আর নাহি এল।


রচনাকালঃ ০১/০৭/১৯৯৮