হে কবিতা-
           ডাকছো কেন মরে
           ভেবে আছি বিজ্ঞান
           যাব না বাংলাতে।

হে সাহিত্য-
            ডুবে আছ রসে!
            জানিনা যে এত
            মেতে আছি কিসে?

হে ভাষা-
          শিখেছি তব জন্ম হতে
          বাবা-কাকা-মামা-দাদা
          মা-এর কোলে বসে।

হে গল্প-
          অভিনয় তোমাতে
          আনন্দ-স্ফূর্তিভাবনা চিন্তা
          আছে তোমা অন্তে।

হে বাংলা-
           অবহেলি তোরে
           কোথা চলে গেছি
           পড়েছি পা পিছলে।

হে পদ্য-
           দুলেছি তোমা স্পন্ধে
           অপরাধ ক্ষমা কর
           পূজি তব জোড় হস্তে।



রচনাকালঃ  ২৯/০৬/১৯৯৫