ঐ দ্যাখ মেয়ে যায়
কী তার ছলনায়
যৌবন উচ্ছলায়।
দ্যাখ দ্যাখ মেয়ে যায়
ইতি উঁতি পিছে চায়
হিল তোলা জুতা পায়।
ওই দ্যাখ মেয়ে যায়
চুঁড়িদার আছে গায়
ওড়না? ঝুলে যায়!
ঐ দ্যাখ মেয়ে যায়
মশাড়ি আছে গায়
সব কিছু দেখা যায়।
ঐ দ্যাখ মেয়ে যায়
নিতম্ব দেখা যায়
ঢাকা চোখ চশমায়।
ঐ দ্যাখ মেয়ে যায়
আশেপাশে কেউ নাই
দৌড়ে ছুঁইয়ে আয়।
আরে আরে হায় হায়
এ কী তুই করিস ভাই?
ও আমার বোন হয়!
রচনাকালঃ ২০/০৪/২০১৩