মেয়েদের ময়দানে প্রেমের জোরে
বড় বড় ভালো ভালো কত ছেলে ঘোরে।
কচি কচি হাসি খুশি মেয়েদের ডানা
হেঁটে চ’লে গেয়ে ফেরে সবে চার আনা।
হেথা হ'তে হোথা যায় প্রেমের জলে
ছেলে মেয়ে কানে কানে কত কথা বলে।
মেয়েরা মনে মনে কত প্রেম আঁকে
ছেলে প্রিয়া বলে ডাক দেয় যাকে।
এইভাবে ছেলে-মেয়ে প্রেমে প’ড়ে যায়
পিতা মাতার এই নিয়ে যত ভয় হয়।
বাবা বকে, মা বকে, আর বকে কাকা
মেয়ে বলে ও ছাড়া মর মন ফাঁকা।
প্রিয় বলে ওগো প্রিয়া তুমি মোর প্রাণ
প্রিয়া বলে তুমি ছাড়া দেব মোর জান।
বলা-বলি, কানা-কানি যায় যবে রটে
পিতা-মাতা হন্যে হয়ে পাত্রের জন্যে ছোটে।
বদ্ধ ঘরে থাকে কন্যা চোখে জল ঝরে
প্রেমিকের প্রেমকথা কত মনে পড়ে।
হয় দড়ি, নয় বিষ, নয় রেল লাইন
অবশেষে পিতা-মাতার দিতে হয় ফাইন।



রচনাকালঃ ২৭/০৬/১৯৯৮