আমার কবিতা কথা বলে,
বলে তাদের কথা-
যারা পড়ে থাকে স্টেশনে
রাত কাটায় ফুটপাতে-প্লাটফর্মে
আমার কবিতা তাদের জন্য কাঁদে।

আমার কবিতা উদাস মনে চেয়ে দেখে
অসহায় মানুষের শবের মিছিল।
দূর্নীতির আস্তাকুড়ে বলি
তাজা রক্তের স্রোত।
আমার কবিতা তাদের জন্য
ডুকরে কেঁদে ওঠে।

জানি না এখন আর
‘বিচারের বাণী-নীরবে নিভৃতে কাঁদে’ কিনা
তবে আমার কবিতা কাঁদে হাউ-হাউ করে।  

একবেলা আধপেটা খাওয়া মানুষ গুলো
যখন রিক্সা চালায়,
তাদের পা-এর পেশী যখন শ্লথ হয়ে আসে
বাবুর তাড়া খায়-
‘জোরছে চালাও- বুড়া কাহেকা’
ডুকরে কেঁদে ওঠে আমার কবিতা
প্যাটেলে জোরে চাপ দেয়-
শরীর পারে না,
মনের জোরে বাবুকে পৌঁছে দেয় গন্তব্যে-

আমার কবিতা কাঁদে-
থামে না  সে কান্না।



রচনাকালঃ ১৬/১২/২০১৪