আর কিছুক্ষন পরেই
সমাপ্ত হবে একটি বছরের
একটি অভিশপ্ত কাল।
আবার সূর্য উঠবে, অস্ত যাবে
নিয়মের বেড়াজালে শুরু হবে
আর এক সকাল।
কত কিছু ফেলে এসেছি
চূর্ণ হয়েছে পাষান বাদী
ফিরবে না সে আর।
ডি জের তারস্বরে আকন্ঠ গিলে
রাত জেগে সমস্বরে বলি
হ্যাপি নিউ ইয়ার।



রচনাকালঃ ৩১/১২/২০১৪