স্বপ্ন ছিল মানুষ হওয়ার,
মানুষের জন্য কিছু করার।
স্বপ্ন ছিল বড় হওয়ার।
বাল্যকালে আমার স্বপ্ন
উড়ে বেড়াত গগন মাঝে,
স্বপ্নেরা ভীড় জমাত চিন্তনে।

এখন আমার স্বপ্ন
আমাকে ঘিরে স্বপ্ন দেখেনা।
স্বপ্ন আমাকে দেখে অট্টহাস্য করে।
আমি তাদের দেখতে পাইনা।
মিলিয়ে যায় বাতাসে
নিভে যাওয়া প্রদীপের
সলতের ধোঁয়ার মতো ।
দাবানলে যখন জ্বলতে
থাকে নির্বাক শাখা সমুহ,
অবলা জন্তু জানোয়ারেরা
ঝলসে যায় দাউ দাউ বহ্নিতে
আমার স্বপ্নেরা পুড়তে থাকে,
ঝুলতে থাকে কোন এক
আধপোড়া বৃক্ষশাখায়।

স্বপ্নেরা সুন্দর কল্পনার জগতে
বাস্তবেরা নিষ্ঠুর দুনিয়ায়।
নির্মম সত্য, বাস্তব-সত্য।
যারা স্বপ্ন দেখায় শিশুকালে,
যারা স্বপ্নের জন্য মই তুলে দেয়-
অনেক অনেক উপরে ওঠার জন্য,
স্বপ্নেরা যখন দানা বাঁধে...
কেউ থাকেনা তখন-
কেউ থাকেনা সেই স্বপ্নকে
লালন করার,বড় করার।

আমার স্বপ্ন কাউকে পায়না।
কেউ আমার স্বপ্নের পাশে থাকেনা।
তাইতো তারা আত্মাহূতি দেয়
মরণ যজ্ঞে, বিষ পান করে
নিলাম্বরি হয় চিরতরে।

আমার স্বপ্ন সুদুর সমুদ্রের
ধোঁয়াশার হাতছানি,
সূর্যাস্তের সুদীর্ঘছায়া।
মানুষ হতে পারিনা,
আমার স্বপ্নেরা আমাকে
মানুষ হতে দিচ্ছেনা।
আমাকে আমতেই রেখে দেয়।

আমিত্বতেই,
চিরতরে।