প্রভু হে,
শক্তি দাও,
তোমার তো অফুরান শক্তি!
বিশ্বের প্রভু, নেত্রালোক সম।
সহ্যের অসীম ক্ষমতার আঁধার।
এ জগতে দূর্বলেরা বড় অসহায়,
মাৎসন্যায় এখনো ক্রমবর্ধমান।
সংস্কার এখনো পিছু ছাড়েনি আমাদের
পিছু ছাড়েনি চটুলতা,
পদ লেহণকারীর তপ্ত বাক্য
এখনো হৃদয় বিদ্ধ করে
তোমার কুশের মতো।
পাষণ্ডরা তোমাকে কষ্ট দিতে পারেনি,
তুমি তো কষ্টাতীত,
অপার ক্ষমতার বলিষ্ঠ পদক্ষেপ!
তুমি ওদের ক্ষমা করেছিলে,
কিন্তু এ যুগের জ্ঞান-পাপীদের
তুমি কী ক্ষমা করতে পারবে?
জানিনা, জানতে চাইওনা।
শুধু শক্তি চাই।
আজ তোমার জন্মদিনে
আমরা কেক কাটি,
হই হুল্লোড় করি, পিকনিক করি।
মদ-মাংস-মহিলা
কোনটাই বাদ যায়না এই দিনে।
আসলে একটা বাহানা তো চাই-
তাই তোমার জন্মদিনটাই বেছে নেওয়া।
এই টকু তুমি মানিয়ে নিও।
তোমার তো অপার মহিমা,
ক্ষমা করা তো তোমার ধর্ম-কর্ম।
তোমাকে আমরা ভালোবাসি
কি ভালোবাসি না,
সেটা বড় নয়,
ছুটি পাই,
তোমার জন্মদিন পালন করি।
আবার অন্ধকারে অসহায়ের উপর
পাশবিক অত্যাচার চালায়।
আমাদের তুমি ক্ষমা কর প্রভু,
শক্তি দাও-মুক্তি দাও।