রূপার হবে বিয়ে
ছাদনা তলায় গিয়ে,
ঠিক ছিল এমনই
গোল বাধলো তখনই,
পাকা সব আয়োজন
এসে গেছে পরিজন।
খাওয়া দাওয়া জমিয়ে
লোকজন বসিয়ে
শুরু হল সব কিছু
উপহার পিছুপিছু
আনন্দ মাতোয়ারা
বরের সঙ্গে যারা।
গোল বেধে গেল
পুলিশ এসে গেল।
কি ব্যাপার সার?
জিঞ্জাসা বাবার।
কেন এলো পুলিশ
আছে কোন নালিশ?
পুলিশ বলে এগিয়
হবেনা এ বিয়ে।
এ অন্যায় কাজ
থানায় চলো আজ।
পাত্র বলে কেন
এ জুলুম যেন,
নিচ্ছিনা পণ
কেন যাব কন?
পুলিশ বলে এবার
বিয়ে হবে সেবার
নাবালিকা বিয়ে
রুখবো যে গিয়ে।
আগে হোক আঠারো
বিয়ে হবে আবারো॥