তোমার তো সবই আছে
             কি আছে মোর ?
তুমি চলে গেলে
             বলে গেলে চোর।
চোর বটে তবে
             চোর নই  আমি
সেই আসল চোর
             যাকে চাও তুমি।

চাহি না হতে ভালো
             তোমার নিকট
তুমি কি চাও মোর
            যশ হোক প্রকট?
আলো নয় আধার আর
            সারাটা জীবন
হৃদয় সমা তব
            করিল হরণ।

কেমন আছি আমি
            চেয়েছো কি জানতে
আমি তো চেয়েছিলাম
           কাছে ডেকে নিতে।
তুমি এসেছিলে নীরবে
           জানতো না কেউ
যে জানবার নয়
           জেনে গেল সেও।

কেন এমন হলো
           কথা ছিল না
যা বলা হয়েছিল
           তা তো হলো না।


রচনাকালঃ ০৮/০৯/২০০০