ক্ষুদ্র হতে পারি তবে তুচ্ছ নই
বারুদের তেজ নিয়ে আমি রই।
ছোট একটি কাঠি ছোট মোর প্রাণ
ক্ষুদ্র সময়ে নিতে পারি সহস্র জান।
আমাকে নিয়ে কখনো, খেলোনা খেলা
চুপ করে শান্ত থাকি আমি সারা বেলা।
যখন তোমরা আমাকে কর জ্বালাতন
আমি দেখাই আমার সর্ব আভরণ।
স্বর্ন তেজ নিয়ে আমি উঠি জ্বলে
ধ্বংসতে মেতে উঠি অপরের কোলে।
আমাকে সাহায্য করতে আসে বাতাস
কপালে হাত চাপড়ে কর হা-হুতাস।




রচনাকালঃ-১৬/০৭/১৯৯৮