সোনা ব্যাঙ কুনো ব্যাঙ
আমি তাদের বলি,
সোনা ব্যাঙ-এর হাতে ব্যাগ
কুনো ব্যাঙ-এর ঝুলি।
কুনো ব্যাঙ বলে ওরে
সোনা একটু বল
সোনা বলে আমিও যে
পাই না কোন তল।
সোনা ব্যাঙ আর কুনো ব্যাঙ-এর
অনেক খানি মিল
দুজনেই থাকে যেথাই
কালুপুরের ঝিল।
সোনা ব্যাঙ মিলে মিশে
থাকে বেশ ভালো
সোনা ব্যাঙ সাদা হলেও
কুনো ব্যাঙটি কালো।
সোনা কুনোর মধ্যে হটাৎ
আসে এক জন
তিন জনেই বন্ধু হল
বুঝে সবার মন।
সোনা কুনো লেখে পড়ে
তৃতীয় জনের কাছে
তৃতীয় জনটি থাকে
ঝিলটিরই পাছে।
সোনা কুনো দুজনেই
পড়াশুনায় ভালো
তৃতীয় জনের শিক্ষা নিয়ে
উভয় বড়ো হলো।
সোনা ব্যাঙটি রোগা হলেও
কুনো ব্যাঙটি মোটা,
তাই নিয়ে তৃতীয় জন
দেয় ওদের খোটা।
রচনাকালঃ ০৫/১০/২০০৪