আমি নয়ন ভরে দেখেছি তোমার
চোখের কোণের হাসি
আশার আলোয় ভাসছো তুমি
আমায় দেখে খুশি।
তোমার ভাষা জানবো আমি
পারবো না গো সইতে
বুক ফাটে তো মুখ ফোটে না
পারনা গো কইতে।
বুকের মাঝে অথৈ জল
উতাল পাতাল করে
সারাটি দিন খুঁজে ফেরো
বন্দি থেকে ঘরে।
অব্যক্ত ভাষা আছে
তোমার বুকের মধ্য
সেই ভাষাটি ব্যক্ত করা
আমারও যে অসাধ্য।
আমি কি তবে হয়নি
তোমার উপযুক্ত
চুপটি করে থেকো না
ঠোটটি কর উন্মুক্ত।
জন্ম হতে দেখছি তোমায়
পেয়েছি ভালোবাসা
এখনো কি পারছি না গো
পুরোতে তব আশা ?
নামের মাঝে ভালোবাসা
সেটা আমি বুঝি
তবু যখন আড়ালে থাকি
তোমায় আমি খুঁজি।
সর্বক্ষণ ভাবি আমি
সঙ্গে আছো তুমি
তোমার আশা পুরন করবো
কথা দিলাম আমি।
চিন্তা আর কোরো না গো
ভরসা রাখো আমার পর
ভরিয়ে তুলবই আমি
তোমার এই সাধের ঘর।
আমার যত কলঙ্ক সব
মুছবে তোমার ছোয়ায়
তোমার চোখের আলোয় আমার
দুঃখ সবই ঘোচায় ।
রচনাকালঃ ২৬/০১/২০০৭