ছোট্টু নামে ছোট্ট ছেলে
          বয়স তার দশ
চায়ের দোকানে থেকে সে
           মন করেছে বশ।
এই বয়সে স্কুলে তার
           হয় না মোটে যাওয়া
কাজ না করলে পরে
          হয় না তার খাওয়া।
ঘরেতে আছে অক্ষম বাবা
          চোখে নেই আলো
মায়ের কোলে ছোট্ট বোন
          মাস তিনেক হলো।
আট বছরের এক ভাই আছে
          হোটেলেতে থাকে
ঐ টেবিলে ঐ টা দে
          শুনতে হয় তাকে।
ফাঁক পেলেই থালাবাসন
          তাকে ধুতে হয়
মালিকের চোখ রাঙানী
          অবসর নাই।
কেষ্ট নামে আরেক ছেলে
           এক বস্তিতে থাকে
বনঁগা-শিয়ালদা লোকাল ট্রেনে
          বাদাম বাদাম হাঁকে।
মাকে ছেড়ে বাবাটি তার
           গিয়েছে কোথায় চলে
মনের কষ্ট ছেলেটি আর
          কাউকে নাহি বলে।
মা চলে যায় পরের বাড়ি
          ঝি-এর কাজ করতে
দুই বোন তার ঘরে থাকে
          সে পারেনা পড়তে।
স্কুলে যাওয়ার বড়ই সখ
          ইচ্ছে করে খেলতে
তার বয়সী সবার সাথে
          খুশির ডানা মেলতে।
বাবা যেদিন ছেড়ে গেল
          সব খুশিতে জল
সংসারের ঘানি সামলেতে
          পায়না কোন তল।
ছোট্ট,কেষ্টর চোখ দুটি
          জানতে চাই যেন
তোমরা সবাই পড়তে পারলে
         আমরা পারিনা কেন ??


রচনাকালঃ ০২/০২/২০০৭



বিঃ দ্রঃ যে সমস্ত ছেলে-মেয়েরা আর্থিক ভাবে পিছিয়ে পড়ার কারণে স্কুলে যেতে পারেনা প্রতি  আমার এই কবিতাটি উৎসর্গ করলাম।