পুজো মানে নতুন জামা
             পুজো মানে বোনাস
পুজো মানে কাটা লাগা
             টপ্পা চেলির নাচ।
পুজো মানে আলোর বন্যা
             পুজো মানে খাওয়া
পুজো মানে ময়না দীঘি
             লেকের ধারে যাওয়া।
পুজো মানে ঠাকুর দেখা
             পুজো মানে মানেই গান
পুজো মানে নতুন গল্প
             পুজো সংখ্যার টান।
পুজো মানে নতুন রান্না
             পুজো মানেই ছুটি
পুজো মানে ঢাকের বাদ্যি
             দাদা দিদির পাটি।
পুজো মানে মন্ডপ ভরা
             পুজো মানেই গেম।
পুজো মানে রাস্তার ধারে
             কচি কাচার প্রেম।
পুজো মানে ডিনার আর
             পুজো মানেই রক।
পুজো মানে সবার আগে
             বহু দিনের সখ।
পুজো মানে টিভির পর্দা
             পুজো মানেই বই
পুজো মানে তাসের আড্ডা
             মিস্টি মিঠাই দই।
পুজো মানে আতস বাজি
             পুজো মানেই টাকা
পুজো মানে বাবার ট্যাক
             এক্কে বারেই ফাঁকা।
পুজো মানে ভ্রমন আর
             পুজো মানেই শাড়ী
পুজো মানে বেড়াতে যাও
              দাদু দিদার বাড়ী।
পুজো মানে মাতাল যত
             পুজো মানেই সুরা
পুজো মানে মদের গন্ধ
             ছেলে কিম্বা বুড়া।
পুজো মানে নতুন জুতো
             পুজো মানেই সাজ
পুজো মানে হাফ স্কার্ট
             ছেড়ে মনের লাজ।
পুজো মানে বেলুন ফাটা
             পুজো মানেই ঠ্যালা
পুজো মানে ভীড়ের মধ্যে
               দুটি হাতের খেলা।
পুজো মানে নদীর ঘাটে
             পুজো মানেই তাসা
পুজো মানে কৈলাস থেকে
               মাতা দূর্গার আসা।
পুজো মানে পটকা ফাটা
              সন্ধ্যা আরতি নাচ
পুজো মানে বিজয়া হবে
               দিন ফুরালে পাঁচ।


রচনাকালঃ ০৫/১০/২০০৪