সেই যবে গেলে কখনো না এলে
কত ছিল আশা
আমিও গেলাম কু-নাম পেলাম
নয় ভালবাসা।
কথা ছিল অন্য তুমি মোর জন্য
দেবে উপহার
নিয়েছিলে চিনে এনেছিলে কিনে
দিলে না তা আর।
যাকে আমি ডাকি আনিলাম সে কি
হতে পারে সব?
বুঝিনু কখনো যতনে তখনো
কেড়ে নিল রব।
আমি তার কাছে দেখি বসে আছে
ডেকে এনে চলি
পথে যেতে যেতে কথা হতে হতে
সব তারে বলি।
তবুও সে আজ ছাড়তে নারাজ
এতটুকু স্বার্থ
আপনার কাছে লিখে রাখা আছে
হৃদয়ের অর্থ।
সেই স্বার্থপর হয়েছে অমর
তোমার নিকট
রবে না তা জানি সে মুখোশ খানি
হবেই প্রকট।
রচনাকালঃ ১১/০৯/২০০০