ছ্যাকা খাওয়া মনটা গেঁথেছি
             কষ্টি পাথরের সাথে।

রুপালী স্বপ্নগুলো এলোমেলো ছিল
             সাজালাম ছাদের কার্ণিসে।

কয়লার খনি চষে ফেলেছি
                      আদ্যোপান্ত,

হীরে পাওয়া হল না...



রচনাকালঃ ১৭/০৮/২০১৬