রুক্ষ রুষ্ট আজ এই বিশ্ব
     শষ্যা-শ্যামলা এ ধরণী
    বনলতা শোভিত রাণী
    গ্রহ শ্রেষ্ঠ তা মানি
কেন আজ সে নিজে নিঃস্ব ?

সুন্দর এই বসুন্ধরা তুমি
    তব মাঝে বক্ষতল
    নিয়েছি তোমার বৃক্ষফল
    পানিছি তব গাত্র জল
তুমি যে মোদের জন্মভূমি।

সকল মানুষ তব রূপ ভুলে
    শিল্পপন্যের জন্যে
    সভ্যতায় হয়ে হন্যে
    উপড়েছি অরন্যে
কঠোর হস্তে কুঠার নিয়েছি তুলে।

পরিস্কার করেছি তব গাত্র
     করেছি নেড়া
     শিল্পের বেড়া
     ইট কাঠ ছাড়া
পেয়েছি কর্কশ পরিবেশ মাত্র।

ফুরিয়েছে মোদের আনন্দরব
     চাহি মোরা ক্ষমা
     ওগো মনোরমা
     নয় এটমবোমা
করিতেছি এবে সবে বনমহোৎসব।

রচনাকালঃ১৬/০৭/১৯৯৮