বৃক্ষ তোমার নাম কি?
যৌবনের সুমর স্বাস্থ্য আর
দুধ সাদা প্রসাধন কোথায়?

গগন চুম্বি হবে,আর-
হৃদয়ের জয়গানের আশায়
অতৃপ্ত বাসনায়, অধীর আগ্রহে
চাতকের মতো প্রতীক্ষায় ছিলাম।
আলোর ঢেউ আছড়ে পড়তো
তোমার মুখের উপর-
চিকচিক করতো ললাট।

আজও তোমার মুখমন্ডল আলোক ময়
কিন্তু চিকচিক করে না কেন?
সহজ সরল হাসিতে
আজ বক্রতার ছোঁয়া।
ফলের আশায় জল ঢেলেছিলাম
তোমার পদপ্রান্তে।

কিন্তু হায়! ভাললাগা
আর ভালবাসা কী এক ?
বাঁধ ভাঙা উচ্ছ্বাস আজ মলিন।

যে তটে সেদিন জনঢেউএ
যে মানুষ পেঁয়াজ, লঙ্কা, আর
পান্তার ঝোল ফেলে ছুটেছিল
তোমার প্রতিক্ষায়-
তোমার পথ চেয়ে যার
সময় কেটে গেল বছরের পর বছর
তাদের মনিকোঠায়
তোমার বাসা
একটি সুতোয় দোদুল্যমান।

তাদের পাত আজ শূন্য,
লঙ্কা আর আমানি আছে
কিন্তু পেঁয়াজ আর পান্তা কোথায়?


রচনা কাল  :  ০১/০৭/২০১৩