চেয়ে দেখ রাজপথ
কত সুসজ্জিত তোমার রূপ!
ফুটপাত, বা ভিখারির বারোমাস
রাজকীয় সহবাস।
কোটি কোটি মুদ্রার এপিঠ ওপিঠ,
শামিয়ানার ছায়া তোমার বুকে।
শীতঋতু খেলে যায় গ্রীষ্মের দুপুরবেলা
তাজ্জব খেলা।
ট্রাফিকের বুটের খটখট আজ নেই
আছে আজ তারাদের পদরেণু
পরিবর্তনের কচিপাতা কার্পেট,
সহস্রাধিক পাপেট।
রচনাকালঃ২৮/০৫/২০১৬