আমরা অসহায় মৌন আজীবন
দলবদ্ধ সুসংহত বহুজন।
তবুও আমরা অসহায় তোমাদের কাছে,
এ তোমাদের লজ্জা!
আমাদের দেহাঙ্গে চালাও অস্ত্র,
কেড়ে নাও আভরণ,
যতেক সৌন্দর্য।
সুগন্ধ পেয়ালায় চুমুক দিয়ে
যখন আমেজ নাও-
কনকনে হাড়কাঁপানো শীতে
আমার দেহ সুধা পান করে
যখন তপ্ত কর নিজেদের,
তখন একবারও কি
অবচেতন মনে আমাদের কথা
মনে পড়ে ?
তোমরা দলে দলে দেখতে আসো
আমাদের সৌন্দর্য।
ছুটি কাটাতে এসে
ভীড় বাড়াও।
এতে নাকি তোমাদের
ইমেজ বাড়ে!
কখনো কি ভেবেছো-
তোমাদের আমেজ কিম্বা
ইমেজ বাড়াতে আমাদের
কতো কতো রক্ত ঝরে?