নমষ্কার বন্ধুরা, আশা কবি সকলেই ভালো আছেন।আপনাদের ভালোবাসা আর আসরের টানে প্রতি সপ্তাহের মতো চলে এলাম অতিথি আলাপনে। নতুন ভাবে, নতুন রূপে। সকলেই বলবেন কিন্তু আজকের আলাপন কেমন লাগলো?
• সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানটাকে কিভাবে চান, মানে নতুনত্ব আনার জন্য আমাকে উপদেশ দিয়ে সাহায্য করবেন
• তাহলে বন্ধুরা চলে আসি আজকের অতিথির কাছে। আমাদের আজকের আলাপনের অতিথি হলেন আমার আপনার আমাদের সকলের প্রিয় কবি সহিদুল হক। বন্ধুরা আর বিলম্ব নয় শুরু করি কবির সাথে কথোপকথন। আপনারাও সরাসরি প্রশ্ন করুন আমাদের অতিথি কবির কাছে...
============================================
১. নমষ্কার প্রিয় কবি। কেমন আছেন বলুন? কেমন চলছে আপনার লেখা-লেখি?
============================================
কবি সহিদুল হক :
নমস্কার, আশা করি আপনারা সকলেই ভাল আছেন।আমিও মহান স্রষ্টার কৃপায় ভালই আছি। নয় নয় করে দু বছর নয় মাস কেটে গেল আপনাদের সাথে বাংলা কবিতা ডট কমের এই কাব্যাঙ্গনে।এতদিন হয়তো আপনারা অনেকেই আমার কবিতার সাথে পরিচিত হয়েছেন, আজ কবি তপন দাসের হাত ধরে যতটা পারা যায় তাঁর প্রশ্নগুলির উত্তরদানের মধ্য দিয়ে নিজেকে আরও কিছুটা মেলে ধরার চেষ্টা করছি।
============================================
২. প্রিয় কবি,
আপনার জন্মস্থান, কর্মস্থান সম্পর্কে আমাদের আসরে কবিদের
যদি বলেন। আপনি আপনার নিজের কথা বলুন, মানে আপনার বাড়িতে কে কে আছেন?
তারা কে কি করেন? আপনি কি করেন? ইত্যাদি, ইত্যাদি।
============================================
কবি সহিদুল হক :
আমি সহিদুল হক, পিতা-স্বর্গীয় খোশদেল হক, মাতা- স্বর্গীয় রাবেয়া খানম।জন্মস্থান - মিরহাটি, কলকাতা -৭০০১২৫
আমি ১৯৮০-তে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান নিয়ে পড়াশুনা করি।১৯৮৮-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর দিল্লীতে একটি বেসরকারী সংস্থায় চাকরিতে যোগ দিই।২০০১-এ পৈতৃক ব্যবসা দেখাশুনার দায়িত্ব এসে পড়ায় সেই চাকরি ছেড়ে দিই।বর্তমানে ব্যবসার পাশাপাশি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সেক্রেটারি হিসাবেও (২০০৮ থেকে এক টানা) দায়িত্ব পালন করতে হয়।তাছাড়া ২০০২ থেকে উচ্চ মাধ্যমিকের গরিব-মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে পড়িয়ে আসছি।
বর্তমানে আমার পরিবারে দুই পুত্র সানিউল হক (বি এস সি ফাইনাল ইয়ারের ছাত্র) ও সাহিল হক (দ্বাদশ শ্রেণীর ছাত্র)।স্ত্রী প্রয়াত হয়েছেন ২০১৪-র ডিসেম্বরে (ব্রেন টিউমার অপারেশনের সময় মারা যান)।
============================================
৩. আপনার কর্ম ব্যস্ততা সরিয়ে আপনি কিভাবে কবিতা লেখেন? আপনি কখন কবিতা
লেখেন? কবিতার পাশাপাশি আপনি অন্য কি কি ধরনের লেখালিখি করেন? কবিতা
লেখার ব্যাপারে আপনার কি কি অন্তরায়? আসরের নতুন কবি বন্ধুদের ভালো কবিতা
লেখার কি কি টিপস দেবেন?
============================================
কবি সহিদুল হক :
কর্মব্যস্ততা তো থাকেই। তবে কবিতা লেখার নির্দিষ্ট কোন সময় নেই।ভিতর থেকে যখনই তাগিদ আসে লিখে ফেলি।ছাত্রজীবনে স্কুল ম্যাগাজিনে আমার লেখা গল্প-কবিতা, বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ শিক্ষক মশাইদের বেশ প্রশংসা পেত।একটা সময় কবিতার পাশাপাশি গল্পও লিখতাম।তবে বর্তমানে কবিতাই বেশি লিখি। না, কবিতা লেখার ব্যাপারে তেমন কোন অন্তরায় নেই।"তবুও দৃষ্টান্ত" নামে একটি সাহিত্য পত্রিকার উদ্যোগে আমাদের এখানে একটি পাক্ষিক সাহিত্য-আড্ডা হতো।সেখানে সবাই স্বরচিত কবিতা পাঠ করতাম এবং একে অপরের মতামত আদান-প্রদান করা হতো।ফলে কবিতা লেখার ব্যাপারে উৎসাহ জুটতো বেশ।বছরখানেক হলো আড্ডাটা বন্ধ হয়ে গেছে।তবে নিয়মিত না হলেও তাঁদের অনেকের সাথেই কাব্যালোচনা হয় আজও।
আর, ভাল কবিতা লেখার কি কোন টিপস হয়? কবিতা তো যে যার অন্তর থেকে আসে। তবে আমার মতে, যাঁরা কবিতাচর্চা করেন তাঁদের অবশ্যই ছন্দ সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার।ছন্দ জেনে তবেই ছন্দ-ভাঙার কাজটা ভালভাবে করা যেতে পারে।এ সম্পর্কে আমার মতামত "ছন্দ-দ্বন্দ" (30/05/2015) কবিতায় ব্যক্ত করেছি।
https://www.bangla-kobita.com/sahidulhaque/post20150530031214/
============================================
৪. আপনি কাউকে কবিতা লেখার ব্যাপারে উৎসাহিত করেছেন? আপনার প্রেরণায় কি
কখনো কেউ এই সাইটে এসেছেন? আপনি কিভাবে অন্যের থেকে অনুপ্রেরণ আশা করেন?
============================================
কবি সহিদুল হক :
হ্যাঁ, কবিতা লেখার ব্যাপারে অনেককেই উৎসাহিত করেছি।আমি যে স্কুলের সেক্রেটারি সেই স্কুলের শিক্ষক জয়দেব ঘটককে(নদীয়ার কল্যাণী থেকে আসতেন) এই ওয়েব সাইটের কথা বলেছিলাম।তার ফলশ্রুতিতে তাঁর প্রতিবেশী হরষিত দেবনাথ এই আসরে সামিল হয়েছেন।
অন্যদের কাছে উৎসাহ-উদ্রেককারী গঠনমূলক সমালোচনাই আশা করি।
============================================
৫. আপনার কাছে কোনটি লেখা সহজ কবিতা না গল্প বা উপন্যাস? কবিতা লিখতে
লিখতে আপনার কখনো কি মনে হয়েছে এর থেকে গল্প লেখা অনেক সহজ? কিম্বা কবিতা
লিখতে লিখতে কোন গল্পের জন্ম হয়েছে কি?
============================================
কবি সহিদুল হক :
দেখুন, সৃষ্টিকর্মের ক্ষেত্রে সহজ বা কঠিন বলে কিছু হয় না।গল্পই বলুন আর কবিতাই বলুন, জোর করে তো কিছু লেখা যায় না ।খানিকটা সহজাত প্রতিভা থাকতে হয়, তারপর প্রচুর পড়াশুনা ও অনুশীলনের মধ্য দিয়ে পরিপক্ক হতে হয়।আর একবার যা্ঁরা লেখালেখির ব্যাপারে পরিপক্ক হয়ে উঠেছেন তাঁদের কাছে গল্পই বলুন আর কবিতাই বলুন দুটোই সহজ হয়ে যায়।কেউ হন সব্যসাচী, কেউ বা কোন একটিকে প্রাধান্য দেন বেশি। কবিতা লিখতে লিখতে গল্পের জন্ম? না তেমনটা হয়নি, তবে গল্প বা কাহিনীকে কবিতার রূপ দিয়েছি। এরকম তিনটি সিরিজ কবিতা আছে আমার পাতায়("মোহ", "নন্দিনী আজও তোকে মনে পড়ে" ও "ডানায় বড় ব্যথা")
============================================
৬. কবি হিসাবে পাঠকের মন জয় করার সহজ উপায় কি? আপনার মতামত? কবি না
গল্পকার সহজেই পাঠকের মন জয় করেন? আপনার মতামত? কবি হিসাবে আপনি কি ধরনের
কবিতা লিখতে বেশি পছন্দ করেন?
============================================
কবি সহিদুল হক :
আর পাঠকের মন জয় করা? না, নির্দিষ্ট কোন ফর্মূলা নেই।তবে রচনাকারের অন্তঃস্থল থেকে উঠে আসা কোন প্লট বা থিম দক্ষ্তার সাথে উপস্থাপন করতে পারলে তা পাঠকের হৃদয়কেও স্পর্শ করতে পারে।পাঠক যখন কোন লেখার সাথে একাত্মতা অনুভব করে তখনই সেই লেখা তাঁর মনকেও জয় করে। তা কবিতাও হতে পারে, গল্পও হতে পারে।
============================================
৭. বর্তমানে এই অত্যাধুনিক স্মার্ট যুগে সুপ্ত প্রতিভা প্রকাশের ক্ষেত্রে
অন লাইন বিভিন্ন ব্লগ বা সাইটের ভূমিকা সম্পর্কে আপনার মতামত যদি আমাদের
পাঠক কূল কে জানান তো খুব ভালো লাগে।
============================================
কবি সহিদুল হক :
এ সম্পর্কে আমার মতামত "কাব্যচর্চায় বাংলা কবিতা ডট কমের অবদান" (০৭/০৭/২০১৪) শীর্ষক আলোচনায় বিস্তারিত জানিয়েয়েছি।যাঁরা জানতে ইচ্ছুক তাঁদের অনুরোধ করবো অনুগ্রহ করে আলোচনাটি পড়ে নেওয়ার জন্য।
https://www.bangla-kobita.com/sahidulhaque/post20140707012458/
============================================
৮. বর্তমানে প্রতিদিন নতুন নতুন কবি এই আসরে আসছেন ঠিকই তবে অনেক কবিই
কিছুদিন লেখার পরেই এই আসরে তেমন আসছেন না বা আসলেও কবিতা পোস্ট করছেন
না। এর কারন হিসাবে আপনি কি মনে করেন?
============================================
কবি সহিদুল হক :
আসলে আসা-যাওয়া প্রকৃতির খেলা।সেসব মেনে নিয়েই আমাদের এগোতে হয়।হয়তো মানসিক ক্লান্তি, সময়াভাব, উৎসাহে ভাঁটার টান, নতুন কোন কবিতা হয়তো সেভাবে ধরা দিচ্ছে না - এরকম নানা কারণেই অনেকে হয়তো আর আসছেন না।আবার তেমন মন্তব্য না পেয়ে পেয়ে হতাশ হয়ে অনেকে আসর ছেড়েছেন, এরকমও নজির আছে।অনেকের মধ্যে আবার একঘেয়েমিও এসে যেতে পারে।তবে যাঁরা কোন ব্যাপারে কারও উপর অভিমান করে বা কারও ব্যবহারে ক্ষুন্ন হয়ে আসর ছেড়েছেন, তাঁদের উদ্দেশ্যে বলবো : ফিরে আসুন, এই আসর সার্বজনীন, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়,যাঁরা এই ওয়েব সাইটের "নিয়মাবলী" নিষ্ঠার সাথে মেনে চলেন তাঁদের সকলের সমান অধিকার আছে এই আসরের উপর।যদি সত্যিকারের কবিতাকে ভালবেসে থাকেন তাহলে অবশ্যই ফিরে আসুন। আমরা সকলে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি।
============================================
৯. যারা এই আসর ছেড়ে চলে যাচ্ছেন তাদের ইউদ্দেশ্যে আপনি কি বলবেন? আরাব
যারা নতুন আসছেন তাদের আপনি কি উপদেশ দেবেন?
============================================
কবি সহিদুল হক :
যাঁরা নতুন আসছেন তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, কবিতাকে ভালবেসেই তো এখানে এসেছেন, কাজেই অন্য সব ব্যাপারকে গৌণ করে কাব্যচর্চাকে প্রাধান্য দিন, সকলকে সমদৃষ্টিতে দেখুন, বেশি বেশি অন্যের কবিতা পড়ুন, যথাসম্ভব মন্তব্য দিন, তাহলে আপনিও অন্যদের পাশে পাবেন।
============================================
১০. এই সাইটকে আপনি অন্য সাইটের তুলনাই কতখানি উতকৃষ্ট মনে করেন? কেন?
সাইটের উন্নতিকল্পে এডমিনের ভূমিকা নিয়ে কিছু বলুন?
============================================
কবি সহিদুল হক :
এ সম্পর্কে আমার মতামত "কাব্যচর্চায় বাংলা কবিতা ডট কমের অবদান" (০৭/০৭/২০১৪) শীর্ষক আলোচনায় বিস্তারিত জানিয়েয়েছি।যাঁরা জানতে ইচ্ছুক তাঁদের অনুরোধ করবো অনুগ্রহ করে আলোচনাটি পড়ে নেওয়ার জন্য
https://www.bangla-kobita.com/sahidulhaque/post20140707012458/
============================================
১১. সাইটের উন্নতিকল্পে আপনার পরামর্শ কি?
============================================
কবি সহিদুল হক :
আমরা ভাগ্যবান যে, এই সাইটের সুপ্রিয় এডমিন সাইটের উন্নতির জন্য সদা সচেষ্ট থাকেন এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন।তবে, আমাদের সকলেরই এ ব্যাপারে সদর্থক ভূমিকা থাকা জরুরি।বিশেষত নিয়মাবলী ও বিজ্ঞপ্তিগুলি স্মরণে রাখা দরকার এবং সেগুলি মেনে চলাই উচিত বলে মনে করি।কারণ ক্যাপ্টেনের নির্দেশ ঠিকঠাক মান্য না করলে জাহাজ নিরুপদ্রবে লক্ষ্যে পৌঁছাতে পারে না।তবে সবই পরিবর্তনশীল।আসরের উন্নতি ও কল্যাণের জন্য প্রয়োজনে নিয়মাবলীতেও কিছু কিছু পরিবর্তন /পরিবর্ধনের প্রয়োজন দেখা দিতে পারে।
============================================
১২. আবৃত্তি বিভাগ সম্পর্কে এবং অতিথি আলাপন সম্পর্কে আপনার মতামত চাই।
============================================
কবি সহিদুল হক :
আর আবৃত্তির ব্যাপারে সম্প্রতি আলোচনায় একটা একটা লেখা প্রকাশ করেছি।আমার মতে, আবৃত্তি কবিতারই পরিপূরক। তবে সকলের দ্বারা আবৃত্তি করা সম্ভব নয়।আবৃত্তির কিছু প্রাথমিক শর্ত আছে, সেগুলি পূরণ করা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।আমি ব্যক্তিগতভাবে ট্রেনিংপ্রাপ্ত আবৃত্তিকার না হলেও শর্তগুলি সম্পর্কে আমার সম্যক ধারণা আছে, ছাত্রজীবনে বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায়, এমন কি জেলাভিত্তিক প্রতিযোগিতাতেও পুরস্কার পেয়েছি।এখনো বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করে থাকি।কাজেই যাঁদের আবৃত্তির অভ্যাস আছে এবং পরিচিতি-মহলে স্বীকৃতি আছে,আমার মতে কেবল তাঁদেরই এখানে আবৃত্তি প্রকাশ করা উচিত।তবে যাঁরা নিজে আবৃত্তি করেন না, তাঁরা চাইলে নিজের কবিতা তাঁর এলাকার কোন আবৃত্তিকারকে দিয়ে আবৃত্তি করিয়ে এখানে প্রকাশ করতে পারেন।
আর "অতিথি আলাপন" সম্পর্কে নতুন করে কী আর বলবো! এটি তো এখন এই ওয়েব সাইটের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।আপনার হাত ধরে এটি এখন আরও কার্যকর হয়ে উঠেছে।নিঃসন্দেহে বাংলা কবিতা ডট কমের ইতিহাসে "অতিথি আলাপন" একটি অন্যতম দলিল হয়ে থাকবে। নতুন যাঁরা আসছেন বা আসতে থাকবেন তাঁরাও পুরনো কবিদের সম্পর্কে অনেক কিছুই জেনে নিতে পারবেন। ফলে পরস্পরের মধ্যে একটা সুন্দর বোঝাপড়ার সৃষ্টি হবে, যা এই ওয়েব সাইটের পক্ষে অবশ্যই কল্যাণকর।সুতরাং এটি জারি থাকুক,এটাই চাই।
আজ এই পর্যন্ত। সকলে ভাল থাকুন আর সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠুন।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। এবার আপনারা আপনার মূল্যবান প্রশ্নটি করুন আপনার প্রিয় কবিকে। আমাদের কবি সহিদুল হক তার যথাযথ উত্তর দেবেন এবং আমাদের সঙ্গে পরিচিত হবেন। আর হ্যা এই আলাপন কেমন লাগল বলতে ভুলবেন না কিন্তু...