আমার প্রতিটা গল্পে এক একটা নারীর চরিত্র
অস্পষ্টতা ছুঁয়ে যায়।
ছুঁয়ে যায় লুকিয়ে রাখা সব অন্ধকারের অচেনা জলছাপ।
শোক, দুঃখ, অনুতাপ আর আত্মসমালোচনার
মাঝ বরাবর কর্কটক্রান্তিরেখা।
আমার প্রতিটা গল্পের শেষে না-বলা কথাগুলো
আরও বেশী স্বচ্ছতা রেখে যায়
যেভাবে কড়িবর্গা থেকে উলম্ব চোখ রাখলে আমি অচেনা
যেভাবে প্রতিটা নারীর ভেতরে আরও একধিক নারীর সহাবস্থান
আত্মার আত্মীয়তায়।
তাই, প্রতিটা নারীর জীবনে একেকটা অন্ধকার থাকেই
আর, প্রতিটা অন্ধকারে থাকে একেকটা না-বলা কবিতা।
আমি অন্ধকারের কবিতা খুঁজি।