পথের দু'ধারে অসংখ্য নীরবতা
প্রাচুর্য আর প্রতিকারহীন নিঃসঙ্গ
আলাপিত মাদকতা বয়সের দোহাই
অনন্তকাল প্রেমের বিষয়।
শৈশবের পাঠ্যপুস্তক
মানুষিক বল প্রয়োগ কৌশল আর
নিত্য ইঁদুর দৌড়। বৈষয়িক স্বীকারপত্র,
চাওয়া আর পাওয়ার ফারাক।
নীরবতাই প্রতিবাদ।
মৌনতা, যৌনতা একাকার হয়
লভ্যাংশ ভাগাভাগি করে।
তবুও অনুচ্চারিত ভাষা উচ্চারিত
মুষ্টিমেয় অক্ষমের মুখে মুখে।
রাষ্ট্রীয় আগ্রাসন
মৃত্যুর মিছিল। রাজপথে মৃতদেহ
নির্বিকার চেতনা। জন চেতনা
বাঁধা পড়ে রাষ্ট্রের রাঙা চোখে
আইনের চোখে কালো কাপড়
অন্ধত্বের পরিণাম ধ্বংস।
রচনাকালঃ১৪/০৪/২০১৭