তোকে আর মানুষ হতে হবে না।
পৃথিবীটা মানুষ শূন্য হতে চলেছে।
দিনের পর দিন পশুর সংখ্যা বেড়েই চলেছে।
পাল্লা দিয়ে চলেছে পাশবিকতা।
শ্রেষ্ঠ দ্বিপদ হবার গর্ব শেষ হবে।
লুণ্ঠিত ইজ্জতে পদাঘাত করবে চতুষ্পদেরা।
মুখ নীচু করে দেখবে আজকের সদ্যজাত।
বিভ্রান্তের যৌবন আক্রান্ত
বন্যতা ফিরে পাবে আগামী শতাব্দী।
মানুষহীন ধরাধামে পশুর বিচরণ।
চতুষ্পদের সাথে দ্বিপদের সহবাস।
রচনাকালঃ ১১/১২/২০১৫