কঙ্কালসার শূন্য!
নির্জনতা পূর্ণ শতাব্দী।
নরছায়া পড়েনা চৌহদ্দিতে,
ছিন্ন  ভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ
নিশ্চল দাঁড়িয়ে আজ অব্দি।

বিষধর গর্ভ জুড়ে
চূড়া শীর্ষে বিহঙ্গের আনাগোনা,
ফোকলা দাতে তীর্যক হাসি
প্রজন্মের পর  প্রজন্ম আসে
পিশাচির উদ্দ্যম নৃত্যের যন্ত্রণা।

নীরব প্রতিবাদের ভাষা
কড়িবরগা গুনেছে তার মাশুল,
ছাদহীন হেলানো শরীর
কনিষ্কের দেহ খানি
যেন রক্তাক্ত জলন্ত ত্রিশূল।


রচনাকাল: ০৩/১১/২০১৫